শেখ হাসিনার মতোই নেতাকর্মীদের ছেড়ে পালিয়েছিলেন শেখ মুজিব
- কালেরকন্ঠ থেকে সংগ্রহীত :
শেখ হাসিনা যেভাবে নেতাকর্মীদের ছেড়ে দেশ ছেড়ে পালিয়েছেন, একইভাবে ১৯৭১ সালের ২৫ মার্চ শেখ মুজিবুর রহমান পালিয়েছিলেন বলে মন্তব্য করেছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে শারমিন আহমদ। গতকাল রবিবার বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
শারমিন আহমদ বলেন, “শেখ মুজিবুর রহমান ২৫ মার্চ গ্রেপ্তার হওয়ার আগে তাজউদ্দীন আহমদকে কোনো নির্দেশনাই দিয়ে যাননি। ওই রাতে শেখ হাসিনার মতোই নেতাকর্মীদের ছেড়ে নিজের পরিবারকে নিরাপদ জায়গায় রেখে শেখ মুজিব পালিয়ে যান।
সেই রাতে তিনি তাজউদ্দীন আহমদকে বলে গেলেন, ‘নাকে তেল দিয়ে ঘুমাও, পরশু হরতাল ডেকেছি।’ এখনো খোঁজ করলে সেই হরতালের পোস্টারগুলোও পাওয়া যাবে।”
শারমিন বলেন, ‘এই হরতালের ঘোষণা তিনি যখন দিলেন, তখন অলরেডি আমরা জানতে পেরেছি যে, ক্র্যাকডাউন হবে। এই খবরটি কিন্তু তখন ফাঁস।
শেখ মুজিব কিন্তু এর সব কিছুই জানতেন। তার পরও তিনি নেতাকর্মীদের মৃত্যুর মুখে রেখে নির্দিষ্ট কোনো নির্দেশনা দিলেন না। তিনি একবারও বলেননি তোমরা সরকার গঠন করো। শুধু তা-ই নয়, তিনি কিন্তু স্বাধীনতার ঘোষণাটুকুও দিলেন না।