বন কর্মকর্তার ওপর হরিণ শিকারিদের হামলা
সুন্দরবন খুলনা রেঞ্জের অধীন কয়রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুকুল ইসলামের ওপর হামলা চালিয়ে আহত করেছে হরিণ শিকারিরা। হামলায় আহত বন কর্মকর্তাকে চিকিৎসার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) সকাল ৯টার দিকে মহেশ্বরীপুর ইউনিয়নের সরদারপাড়া মোড়ে ওই বন কর্মকর্তা হামলার শিকার হন। এসময় তার সঙ্গে থাকা বন কর্মী সাইফুল ইসলাম ও জিন্নাতকেও মারপিট করা হয়েছে।
কয়রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুকুল ইসলাম জানান, ওই দিন সকালে কয়রা আদালতে যাওয়ার জন্য ফাঁড়ি হতে রওনা হন তিনি। পথে মহেশ্বরীরপুর ইউনিয়নের সরদারপাড়া মোড়ে পৌঁছালে হরিণ শিকার মামলার আসামি মহেশ্বরীরপুর গ্রামের কামরুল ইসলাম, আজগর হোসেন, জুয়েলসহ আরও ১০-১৫ জন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় বেধড়ক মারপিট করায় তার সঙ্গে থাকা বন কর্মীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। অপর দুই বন কর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বানিয়াখালী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা মামুন মাতুব্বর বলেন, হামলকারীরা সবাই চিহ্নিত হরিণ শিকারি। এরা সবাই বন মামলার আসামি। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করায় পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে।
কয়রা থানার ওসি জিএম ইমদাদুল হক কালবেলাকে বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।