কল সেন্টারে জনতার হানা, শত শত ল্যাপটপ লুট !

কল সেন্টারে জনতার হানা, শত শত ল্যাপটপ লুট !



পাকিস্তানের একটি কল সেন্টারে সরকারি তদন্ত সংস্থা অভিযান চালিয়েছে। এ সময় সেখানে ঢুকে পড়ে স্থানীয় জনতা। এরপর সেখান থেকে শত শত ল্যাপটপ লুট করা হয়।

মঙ্গলবার ( ১৮ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের ইসলামাবাদে একটি কল সেন্টারে সরকারি সংস্থার অভিযানকালে জনতা হানা দিয়েছে। এ সময় সেখান থেকে তারা যে যা পেয়েছে তা লুট করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন, পবিত্র রমজান মাসে এমন করা ঠিক হয়নি।

এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি ইসলামাবাদে অবস্থিত চীনা নাগরিকদের পরিচালিত একটি কল সেন্টারে অভিযান চালায় ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভুয়া কল সেন্টার পরিচালনার অভিযোগ রয়েছে। সংস্থার অভিযানে জনতা সেখানে ঢুকে সব লুট করে নিয়ে যায়।

Previous Post Next Post