সৈকতে ঘুরতে যাওয়া তরুণীকে ধ.র্ষ.ণে.র বিষয়টি নিশ্চিত নয়, দাবি পুলিশের

সৈকতে ঘুরতে যাওয়া তরুণীকে ধ.র্ষ.ণে.র বিষয়টি নিশ্চিত নয়, দাবি পুলিশের 



চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের বিষয়টি নিশ্চিত নয় বলে দাবি করেছে পুলিশ। সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান বলছেন, ওই তরুণীকে মেডিকেল পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। 
ভুক্তভোগীর সঙ্গে কথা শেষ করে সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান বলেন, ‘ভিকটিমকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। সীতাকুণ্ড সার্কেল এএসপিও কথা বলেছেন। সেখানে গণমাধ্যমকর্মীরাও ছিল। সেখানে সংঘবদ্ধ ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।’ 
মুজিবুর রহমান বলেন, ‘তারপরও আমরা আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে হেফাজতে নিয়ে মেডিকেল পরীক্ষা করার ব্যবস্থা নিয়েছি। এছাড়া ঘটনাকে ঘিরে তিন–চার জনের কথা শোনা যাচ্ছে, তাদের ধরতে অভিযান চলছে। তবে ভিকটিম কাউকে চিনতে পারে নাই।’ 
শনিবার সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নে ওই ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর স্থানীয়রা ওই তরুণীকে উদ্ধার করে সীতাকুণ্ড থানার পুলিশকে খবর দেন। বেলা ৩টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।সে সময় সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান সাংবাদিকদের জানান, দুপুরে এক বন্ধুর সঙ্গে গুলিয়াখালী সৈকত এলাকায় ঘুরতে যান ওই শিক্ষার্থী। ওই এলাকার বেড়িবাঁধ পার হয়ে পশ্চিমে বাগানের ভেতরে সাগরপাড়ে যাওয়ার সময় চার যুবক তাকে জোর করে উপকূলীয় বনের বাগান এলাকায় নিয়ে যায়। এ সময় বখাটেরা সঙ্গে থাকা বন্ধুকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রেখে ওই তরুণীকে ধর্ষণ করে বলে জানা গেছে।


Previous Post Next Post