হাওরের মাছ শিকারীদের সঙ্গে এলাকাবাসীর সং.ঘ.র্ষ আহ.ত অর্ধশতাধিক

হাওরের মাছ শিকারীদের সঙ্গে এলাকাবাসীর সং.ঘ.র্ষ আহত অর্ধশতাধিক




নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরের মাছ শিকার করতে আসা লোকজনের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

আজ শনিবার দুপুরের দিকে উপজেলার রসূলপুর গ্রামের পাশে ধনু নদীর ফেরিঘাটে এ সংঘর্ষ হয়। ঘটনায় আহত ও আটকদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে খালিয়াজুরী উপজেলার ইজারাকৃত কাঠালজান ও মরাগাঙ্গের মাছ ধরার জন্য ধনু নদীর পাড়ে জমায়েত হয় বিভিন্ন জেলা ও উপজেলার কয়েক হাজার মানুষ। 

এ সময় মাছ শিকারীরা রসূলপুর ফেরিঘাটের পাশে তাদের পরিবহনের শতাধিক পিকাপ ভ্যান, অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেল রেখে ধনুী নদী পাড় হওয়ার চেষ্টা করেন। তখন ফেরিঘাটের লোকজনের সঙ্গে মাছ শিকারীদের তর্ক-বির্তকের এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ফেরিঘাটের লোকজনদের পক্ষে স্থানীয়রা অংশ নিলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষ চলাকালে হাওরের মাছ লুট করতে আসা লোকজন রসূলপুর ফেরিঘাটের দোকানপাট ভাঙচুর ও লুটপাট শুরু করে। 

পরে তারা  রসূলপুর গ্রামে লোকজনের বসত বাড়িতে হামলা চালায়। তখন বিক্ষুদ্ধ স্থানীয়রা মাছ শিকারীদের পরিবহনের শতাধিক গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। এ সময় উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। যানবাহনে দেওয়া আগুন নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

নাম প্রকাশ না করার শর্তে আহত একাধিক মাছ শিকারী জানান, খবর পেয়ে মাছ ধরার জন্য ধনু নদীর পাড়ে যান তারা। সেখানে হাজার হাজার লোকজন ছিল। হঠাৎ সংঘর্ষ শুরু হয়। পরে স্থানীয় লোকজন একত্রিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা শুরু করে। গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নয়ন ঘোষ জানান, এখন পর্যন্ত হাসপাতালে অন্তত ২০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা মাছ শিকার করতে গিয়ে সংঘর্ষে আহত হয়েছেন। সব রোগী এক সাথে আসায় নাম পরিচয় সঠিকভাবে নেওয়া সম্ভব হচ্ছে না। অনেক রোগী আবার প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে যান।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণ রয়েছে। গাড়ি ভাঙচুর ও আহত সর্ম্পকে বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে। ঘটনাস্থল থেকে সংঘর্ষে জড়িত লোকজন আটক করে থানায় নেওয়া হচ্ছে। পুরো তথ্য দিতে সময় লাগবে।



Previous Post Next Post