শিক্ষার্থীদের সামনে কান ধরে উঠ-বস করলেন প্রধান শিক্ষক

শিক্ষার্থীদের সামনে কান ধরে উঠ-বস করলেন প্রধান শিক্ষক


স্কুলের শিক্ষার্থীদের তিনি বহু বার মন দিয়ে পড়াশোনা করার কথা বলেছেন। তারা যেন স্কুলের নিয়মকানুন মেনে চলে, নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে শিক্ষাকে যাপন করে। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। শিক্ষার্থীরা পড়াশোনায় মনযোগী না হওয়ায় নিজেই সবার সামনে কান ধরে ওঠ-বস শুরু করেন প্রধান শিক্ষক।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘এই সমস্যাটা তোমাদের, না কি আমাদের; কোথাও ভুল হচ্ছে? তোমরা যদি বলো যে শিক্ষকরা নিজেদের কর্তব্য পালন করছেন না, তা হলে আমি মাথা নত করতে রাজি। কান ধরে সকলের সামনে ওঠ-বস করছি।’

এর পর তিনি হাতজোড় করেন এবং কান ধরে ওঠবোস করতে শুরু করেন। শিক্ষকের এই অবস্থায় লজ্জায় পড়ে যায় শিক্ষার্থীরা। তারা প্রধান শিক্ষককে হাতজোড় করতে এবং কান ধরে ওঠ-বস করতে মানা করে।

ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের বিজয় নগর জেলার একটি বিদ্যালয়ে। শিক্ষার্থীদের জন্য শিক্ষকের এই পদক্ষেপের প্রশংসা করেছেন স্থানীয়রা।

ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেটিজেনরাও ওই শিক্ষকের প্রশংসা করেছেন। একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন, একজন শিক্ষক ছাত্রদের প্রতি কতটা আন্তরিক হলে এমন কাজ করেন। সত্যিই এই প্রধান শিক্ষক প্রশংসার দাবি রাখেন।


Previous Post Next Post