স্বৈরাচারদের পতন অনিবার্য। ইতিহাসে কোন স্বৈরাচারই স্থায়ী হতে পারেনি। এই তো গত বছর মোদির পরম মিত্র ফ্যাসিস্ট হাসিনা প্রবল ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। শুধু কি হাসিনা ? এরপর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ২৪ বছরের স্বৈরতন্ত্রও ধসে পড়ে গত বছরই। তিনিও আন্দোলনের মুখে দেশ ছেড়ে চোরের মত পালিয়ে যেতে বাধ্য হোন। কট্টর হিন্দুত্ববাদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যে সে পথেই হাঁটছেন তা আর বলার অপেক্ষা রাখে না।
নরেন্দ্র মোদি কি পতনের মুখে? বিরোধীরা কি শক্তিশালী হয়ে উঠছে ?
নয়াদিল্লি: ভারতের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ২০১৪ সাল থেকে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দল বিজেপি ক্রমশ চ্যালেঞ্জের মুখে পড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাম্প্রতিক রাজ্য নির্বাচনে বিজেপির একাধিক পরাজয়, বেকারত্ব ও অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে জনগণের অসন্তোষ বাড়ছে।
অন্যদিকে, বিরোধী দলগুলো শক্তিশালী জোট গঠনের মাধ্যমে নিজেদের অবস্থান সুসংহত করছে। বিশেষ করে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি ও অন্যান্য আঞ্চলিক দলগুলোর সমন্বয়ে গঠিত "INDIA" জোট মোদির জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে উঠছে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আসন্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচন মোদির রাজনৈতিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যদি বিরোধীরা ঐক্যবদ্ধ থাকে এবং জনসাধারণের আস্থা অর্জন করতে পারে, তবে মোদির জন্য এটি কঠিন লড়াই হয়ে উঠবে। তবে বিজেপি এখনও ব্যাপক জনপ্রিয়তা ধরে রেখেছে, বিশেষ করে হিন্দুত্ববাদী রাজনীতি ও উন্নয়নমূলক প্রকল্পের প্রচারের মাধ্যমে।
বিশ্লেষকরা বলছেন, নরেন্দ্র মোদির পতন এখনো নিশ্চিত নয়, তবে রাজনৈতিক পরিস্থিতি তার জন্য আগের চেয়ে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে।
একের পর এক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন বিরোধীদলসহ সংখ্যালঘুদের ওপর। তাই অনেকেরই ধারণা হাসিনা-আসাদের পরিণতি বরণ করতে হতে পারে মোদীকেও। বিগত ১৬ বছরে হাসিনা কেঁড়ে নিয়েছিলো মানুষের ভোটের অধিকার। তার বিরুদ্ধে আওয়াজ তুললেই করা হতো নির্যাতন, গুম-হত্যা। হাসিনার আয়নাঘরের আয়নাবাজিতো দেখেছে পুরো বিশ্ব।
২০১৪ সালে হেফাজতে ইসলামকে কিভাবে মতিঝিলের শাপলা চত্বর থেকে নিধন করেছিলো তাও অজানা নয় কারোরই। অপরদিকে ২০০০ সালে বাবার মৃত্যুর পর ক্ষমতায় এসেছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। আসাদের পিতা ঊনত্রিশ বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। উত্তরাধিকার সূত্রেই তিনি শক্তভাবে নিয়ন্ত্রিত এবং দমনপীড়নমূলক রাজনৈতিক কাঠামো পেয়েছিলেন, যেখানে বিরোধীদের প্রতি কোনো ধরনের সহনশীলতা ছিল না তার।
এক সময় এই বাজে নীতিই কাল হয়ে দাঁড়ায় তার জন্য। ২০১১ সালে তার সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন এতটাই নৃশংসভাবে দমন করেছিলেন এই নেতা যা বিশ্ব বিবেককে রীতিমতো নাড়িয়ে দিয়েছিলো। এই যুদ্ধে পাঁচ লাখেরও বেশি মানুষকে হত্যা করে আসাদ সরকার। ভারতের মোদি সরকারও একই পথে হাটছে।
মুসলমানদের ওপর দিনের পর দিন যে অন্যায় অবিচার করে যাচ্ছে নরেন্দ্র মোদি তার প্রতিফলন ঘটবে এটা আর বলার অপেক্ষা রাখে না । ভারতীয় মুসলমানদের ঐতিহ্য মোঘল আমলের বাবরি মসজিদ দখলে নিয়ে সেখানে রাম মন্দির স্থাপন করেছে হিন্দুত্ববাদি কট্টরপন্থী এই নেতা। সেসময় নির্বিচারে হত্যা করেছে মুসলমানদের। মোদির এই ন্যক্কারজনক কর্মকান্ডে মুসলমানরা আন্দোলনে নেমেছিলো বিশ্বজুড়ে। শুধু কি বাবরি মসজিদ? মুসলমানদের আরও বেশ কিছু উপাসনালয় ভেঙ্গে দেয়ার খবর পাওয়া যায়।
জয় শ্রী রাম না বলায় দিনদুপুরে মুসলমানদের ওপর আক্রমণ ও হত্যার ঘটনাও কম নেই ভারতে। তাই গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট হাসিনা ও সিরিয়ার বাশার আল আসাদ যেভাবে লেজ গুটিয়ে পালিয়েছে তেমন পরিণতিই হবে নরেন্দ্র মোদির এমনটিই ধারণা অনেকের নেটিজেনদের।
The fall of the Modi government is imminent ? Sensational hints in the survey !
#JOURNALIST_AKIBUZZAMIN : DHAKA, BANGLADESH -
Is Narendra Modi Facing a Downfall? Are the Opposition Forces Gaining Strength ?
New Delhi: India’s political landscape is witnessing significant shifts. Prime Minister Narendra Modi, who has been in power since 2014, is facing increasing challenges, according to political analysts. Recent state election losses, rising unemployment, and economic difficulties have contributed to growing public dissatisfaction.
Meanwhile, opposition parties are strengthening their position by forming a united front. The "INDIA" alliance, which includes Congress, Trinamool Congress, Aam Aadmi Party, and several regional parties, is emerging as a major force against Modi’s leadership.
Experts believe that the upcoming 2024 Lok Sabha elections will be crucial for Modi’s political future. If the opposition remains united and gains public trust, it could pose a significant challenge to Modi’s government. However, the BJP still enjoys strong popularity, particularly due to its Hindutva politics and development-oriented campaigns.
Analysts suggest that while Modi’s downfall is not certain, the political landscape is becoming increasingly competitive for him. The battle for 2024 is shaping up to be one of the most intense in recent history.
The fall of dictatorships is inevitable. No dictatorship in history has been able to last. Last year, Modi's closest ally, the fascist Hasina, was forced to flee the country in the face of a strong student movement. Is it only Hasina? Then, the 24-year dictatorship of Syrian President Bashar al-Assad also collapsed last year. He was also forced to flee the country like a thief in the face of the movement. It goes without saying that Indian Prime Minister Narendra Modi, a staunch Hindutva, is also walking on the same path.
He is imposing one decision after another on the opposition and minorities. Therefore, many think that Modi may also have to face the consequences of Hasina and Assad. In the past 16 years, Hasina has taken away the right to vote from the people. If anyone raised their voice against her, torture, disappearances and murders would be committed. The whole world has seen the mirror of Hasina's mirror house.
It is also not unknown to anyone how Hefazat-e-Islam was killed from the Shapla Chattar in Motijheel in 2014. On the other hand, Syrian President Bashar al-Assad came to power after the death of his father in 2000. Assad's father was in power for thirty-nine years. He inherited a tightly controlled and repressive political structure, where he had no tolerance for opposition.
At one time, this bad policy became his death knell. In 2011, this leader brutally suppressed the movement against his government that shook the world's conscience. The Assad government killed more than five lakh people in this war. The Modi government in India is also walking the same path.
It goes without saying that the injustice that Narendra Modi is doing to Muslims day after day will be reflected. This Hindutva hardliner took over the Babri Masjid, a heritage of Indian Muslims from the Mughal era, and built a Ram temple there. At that time, he killed Muslims indiscriminately. Muslims all over the world took to Modi's heinous actions. Is it just the Babri Masjid? There are reports of several other Muslim places of worship being demolished.
There are also many incidents of Muslims being attacked and killed in broad daylight in India for not saying Jai Shri Ram. Therefore, many netizens believe that Narendra Modi will face the same fate as fascist Hasina and Syrian Bashar Al Assad, who fled in the face of mass uprisings.
Is Narendra Modi Losing Power? Political Turmoil in India
New Delhi: The political climate in India is becoming increasingly tense. Prime Minister Narendra Modi, who has been in power since 2014, and his party, the Bharatiya Janata Party (BJP), are facing multiple challenges. Recent state election defeats, economic struggles, inflation, unemployment, and growing dissatisfaction among farmers are believed to be affecting Modi’s popularity.
Meanwhile, opposition parties are gaining momentum. The "INDIA" alliance, formed by Congress and several regional parties, is emerging as a strong force against the BJP. Political surveys and analyses indicate that Modi's position in the 2024 Lok Sabha elections may not be as strong as before.
However, the BJP continues to push its agenda of Hindutva, nationalism, and development projects to retain public support. Modi himself is actively announcing new schemes in an attempt to stabilize the situation ahead of elections.
Political analysts suggest that India's political future is highly uncertain. Will Modi truly lose power, or will he secure another term? The outcome of the upcoming elections will decide, as India enters a crucial and dramatic phase in its political history.