নদীর ধারে পড়েছিল অজ্ঞাত নারী-শিশুর ম.র.দে.হ

নদীর ধারে পড়েছিল অজ্ঞাত নারী-শিশুর মরদেহ



শরীয়তপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারী ও শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মশুরগাঁও এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মশুরগাঁও এলাকার মেঘনা নদীর শাখা জয়ন্তী নদীরপাড়ে এক নারী ও এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে মরদেহ দুটির নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া মরদেহের মধ্যে নারীর বয়স আনুমানিক ৩০ বছর ও শিশুটির বয়স ৪ বছর বলে ধারণা করছে পুলিশ।

এ ব্যাপারে গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম কালবেলাকে বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। আর নিহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।



Previous Post Next Post