এবার বঙ্গোপসাগর থেকে ৫৬ জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি
কক্সবাজারের টেকনাফে ছয়টি মাছ ধরা ট্রলারসহ ৫৬ জন বাংলাদেশি জেলেকে মিয়ানমারে ধরে নিয়ে গেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে সেন্টমার্টিনের দক্ষিণের বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় অস্ত্রের মুখে আরাকান আর্মি ট্রলারগুলো নিয়ে যায়। ট্রলারগুলো এখনো ছেড়ে দেয়া হয়নি। ট্রলারে থাকা জেলেরা শাহপরীর দ্বীপ ও আশপাশের এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। তিনি জানান, মিয়ানমারে ছয়টি ট্রলারসহ ৫৬ জেলেকে ধরে নিয়ে গেছে। এখন পর্যন্ত তিনি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন তারা আরাকান আর্মির জিম্মায়। তাদেরকে ফেরত আনতে কাজ চলছে বলে জানান ইউএনও।
In Teknaf, Cox’s Bazar, a group of 56 Bangladeshi fishermen, along with six fishing trawlers, have been taken hostage by the Arakan Army, a rebel group from Myanmar.
Locals report that on Wednesday afternoon, while fishing in the Bay of Bengal south of Saint Martin's Island, the fishermen's trawlers were seized at gunpoint by the Arakan Army. The trawlers have not been released yet. The fishermen aboard the trawlers are residents of Shahpari Island and nearby areas.
This information has been confirmed by Sheikh Ehsan Uddin, the Upazila Executive Officer of Teknaf. He stated that the Arakan Army has captured the six trawlers along with the 56 fishermen. According to the latest reports, the fishermen are being held hostage by the Arakan Army, and efforts are underway to bring them back.