দেবহাটায় রাস্তা আটকে গাছ রোপন করার অভিযোগ

দেবহাটায় রাস্তা আটকে গাছ রোপন করার অভিযোগ উঠেছে 
প্রতিবেশী রবিউলের বিরুদ্ধে


আব্দুল্লাহ আল মামুন দেবহাটাঃ 


দেবহাটায় একটি পরিবারের চলাচলের রাস্তা আটকে সুপারি গাছ ও মেহগুনী গাছ লাগানো অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে।

৩রা জুলাই (বৃহস্পতিবার) সরজমিনে গিয়ে দেখা যায় দেবহাটা উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওর্ডের বাসিন্দা বালাই অধিকারীর পুত্র বিষ্ণু অধিকারীর দীর্ঘ দিনের চলা চলের রাস্তাটি বন্ধ করে দিয়ে গাছ রোপন করেছে বলে অভিযোগ উঠেছে প্রতিবেশী সুলতান গাজী ছেলে রবিউল গাজীর বিরুদ্ধে। অভিযুক্তরা এমনভাবে রাস্তাটি বন্ধ করে দিয়েছে যাতে ভুক্তভোগীরা বাড়ি থেকে বের হতে এবং বাইরে থেকে বাড়িতে প্রবেশ করতে সমস্যা হয়।


ভুক্তভোগী বিষ্ণু অধিকারী স্ত্রী সোনালী অধিকারী বলেন , রবিউল গাজী আমাদের যাতায়াতের রাস্তা বন্ধ করে  আমাদের কাছে জোর পূর্বক ২শতক জমি দাবী করছে। আর যতি তাদের রেকর্ডের জমি হয় তবে কেনো তাদের জমির উপর দিয়ে ইটের রাস্তা হতে দিয়েছে। 

আর এখন বা কেনো আমাদের রাস্তা পার হয়ে এসে জামির সীমানা ছাড়া আমার জমির ভিতরে এসে গাছ রোপন করে আমাদের চলা চলের রাস্তা আটকে দিচ্ছে। আমরা যাদের কাছে থেকে জমি ক্রায় করি  তারাও তাদের থেকে জমি ক্রায় করে। মোট জমি ৮০ শতকের ৪০ শতক রবিউল ক্রায় করে আর বাকি ৪০ শতক আমরা ক্রায় করি।

সরকারি আমিন এসে দুইবার করে তাদের জমি মেপে সীমানা করে দেওয়ার পরেও আমাদের জায়গায় এসে তারা গছ রোপন করছে।আমার স্বামী বাসায় থাকেনা আমি আমার ছেলে মেয়ে শশুর শাশুড়ী নিয়ে এখানে বসবাস করি কিন্তু তারা সব সময় আমাদের মারধোর করতে আসে।  আমরা এর সুষ্ঠু সমাধান ও বিচার চাই সবার কাছে। 

অভিযুক্ত রবিউল গাজী বলেন, ‘মানবিক কারণে আমরা তাদের হাঁটার জায়গা দিয়েছিলাম। আমাদের দুই শতাংশ জায়গা তাদের ভিতরে আছে, তাবে তার কাছে প্রশ্ন করা সীমানা পিলিয়ার ছাড়া ভিতরে গিয়ে কেনো গাছ রোপন করছেন সে বলে এই সীমানা অনেক অগের আমি জামি পাইবো বলে আমি গাছ রোপণ করছি। 

এলকাবাসী বলেন এই জমিটি প্রায় ৩০-৪০ বার মাপ হয়েছে কোন বারই রবিউল ইসলাম বিষ্ণু অধিকারীর জমির ভিতরে জমি পাইনি তার পরেও বার বার তারা ঝামেলা করছে। 

তবে এখানে রেকর্ডিও সম্পাত্তি আছে ৮০ শতাংশ তার মধ্যে দুইজনেরা ৪০ শতাংশ করে ক্রায় করছে এখন রবিউল এর ৪০ শতাংশ মেপে দেওয়ার পরে বিষ্ণু অধিকারীর ভিতরে খাস জমি এক দুই শতাংশ বেশি থাকতে পারে তাই এটা নিয়ে রবিউল সব সমায় ঝামেলা করে।আমরা চাই এর একটা সুষ্ঠু সমাধান হোক।

Previous Post Next Post