খামারের পাহারাদারকে হ.ত্যা করে ৭ গরু চুরি
byEURO POST
-
0
নিহত পাহারাদার জয়নাল মিয়া (৬৫) উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের পুকুরিয়াকান্দা গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, জয়নাল মিয়া খামারটিতে রাতে পাহারাদারের চাকরি করতেন। দুর্বৃত্তরা তাঁকে বাঁশের সঙ্গে বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তারা খামারের সাতটি গরু চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা চান মিয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তের পাশাপাশি দুর্বৃত্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। থানায় মামলার প্রস্তুতি চলছে।