পুত্রবধূকে ধ.র্ষ.ণে.র অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার



নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরের দিকে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। 
এর আগে, ভোররাতের দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে উপজেলার চরপার্বতী থেকে শ্বশুরকে গ্রেপ্তার করে পুলিশ। 
 
ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, নির্যাতিত গৃহবধূর স্বামী ডুবাই প্রবাসী। তিনি তার এক সন্তান নিয়ে শ্বশুর-শাশুড়ির সাথে একই বসতঘরে ভিন্ন ভিন্ন কক্ষে বসবাস করতেন। শ্বশুর বিভিন্ন সময় পুত্রবধূকে কুরুচিপূর্ণ কথাসহ আপত্তিকর ইঙ্গিত দিতেন। ভুক্তভোগী বিষয়টি স্বামী, শাশুড়িকে জানালেও তারা বিষয়টি কর্ণপাত করেনি। গত সোমবার রাতে শ্বশুর পুত্রবধূকে ঘুমন্ত অবস্থায় জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী গৃহবধূ বিষয়টি তার স্বামী-শাশুড়িকে জানান।
      
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় শ্বশুরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Previous Post Next Post