ভুট্টাক্ষেত থেকে উদ্ধার মাথাবিহীন সেই নারীর পরিচয় মিলেছে

ভুট্টাক্ষেত থেকে উদ্ধার মাথাবিহীন সেই নারীর পরিচয় মিলেছে


লালমনিরহাটে ভুট্টাক্ষেত থেকে উদ্ধার হওয়া মাথাবিহীন সেই নারীর মরদেহের পরিচয় মিলেছে। নিহত ওই নারীর নাম হাসিনা বেগম (৩৮)। তিনি জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের ভ্যানচালক আশরাফুলের দ্বিতীয় স্ত্রী।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) ফজলুল হক তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ভারতের কুচবিহার জেলার দিনহাটা মহকুমার দড়িবস গ্রামের মৃত কাশেম আলীর মেয়ে ওই গৃহবধূ। ঘটনার পর থেকে স্বামী আশরাফুল ইসলাম পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার (৫ মার্চ) দুপুরে সদর মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে হাসিনার মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার বিকালে পুলিশ ওই গৃহবধূর স্বামীর বাড়িতে অভিযান চালিয়ে রক্তমাখা পোশাক ও ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার করে। তবে নিহত গৃহবধূর দেহ থেকে বিচ্ছিন্ন মাথা এখনো উদ্ধার হয়নি। পলাতক রয়েছে ভ্যানচালক স্বামী আশরাফুল ইসলাম।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক সরকার জানান, নিহত হাসিনা বেগমের স্বামী আশরাফুল ইসলাম চর কুঠীরপার গ্রামের নবাব আলীর ছেলে। নিহত হাসিনার প্রথম স্বামী‌ আশরাফুলের সাথে বিবাহ হলে এক কন্যা সন্তানসহ বিবাহ বিচ্ছেদ হয়। পরে দিঘলটারী গ্রামের নুর ইসলাম নামের এক ব্যক্তির সাথে তার দ্বিতীয় বিবাহ হয়। সেখানেও এক কন্যা সন্তান হলে দ্বিতীয় স্বামীর সংসার ছেড়ে পুনরায় প্রথম স্বামীর কাছে ফিরে আসে হাসিনা। পরে আবারও হাসিনার এক কন্যা সন্তান হয়।

হাসিনা হত্যার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, পারিবারিক কলহ ও টাকা-পয়সা এবং মাদক সংক্রান্ত বিষয় থাকতে পারে।

লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) ফজলুল হক বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে। শিগগিরই আসামি গ্রেপ্তারসহ মামলা নিষ্পত্তি হবে।


ভুট্টাক্ষেতে নারীর মা.থা বিহীন লা.শ, পাশে পড়ে ছিল মাঙ্কি টুপি



লালমনিরহাট সদর উপজেলার একটি ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মাথাছাড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৫ মার্চ) দুপুরে উপজেলার মোগলহাটের ফুলগাছের বামনটারী এলাকার ভুট্টাক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে নিহত নারীর মাথার খোঁজ পাওয়া যায়নি, এমনকি পরিচয় মেলেনি।

ওই নারীর বয়স ২৫ বছর হবে বলে পুলিশের ধারণা। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকালে মোগলহাটের ফুলগাছের বামনটারী শ্মশান কালীমন্দির এলাকায় ভুট্টাক্ষেতে মাথাবিহীন অজ্ঞাতনামা এক নারীর লাশ পড়ে ছিল। তার পরনে সবুজ পায়জামা, কালো রঙের বোরকা ও লাল রঙের কামিজ ছিল। পাশেই ছিল দুই জোড়া স্যান্ডেল। খবর পেয়ে দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ধারণা করছি, সকালে অথবা ভোররাতে ওই নারীকে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। কারণ পাশে তাজা রক্ত পড়ে ছিল। লাশের পাশে দুই জোড়া স্যান্ডেল ও একটি মাঙ্কি টুপি পাওয়া যায়। মস্তকবিহীন লাশটি উদ্ধার করা হয়েছে। তবে মাথা খুঁজে পাওয়া যায়নি। মাথার খোঁজে অনুসন্ধান চলছে। পুলিশের পাশাপাশি সিআইডির একটি বিশেষ টিম হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে তদন্ত করছে।



Previous Post Next Post