নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার
ডেভিল হান্ট অপারেশনে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা রিসাদ হাসান প্রিন্সকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে বরগুনা শহরের লোহাপট্টি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রিসাদ হাসান প্রিন্স বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য। তিনি পৌর শহরের সাবেক কমিশনার আনোয়ার হোসেনের ছেলে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ডেভিল হান্ট অপারেশনে বিশেষ ক্ষমতা আইনে মামলায় তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’
Tags
POLITICS