বৈষম্যবিরোধী আন্দোলনের এক নেত্রীকে রাস্তায় ফেলে মারধর
ফরিদপুরের নগরকান্দায় রাস্তায় ফেলে বৈশাখী ইসলাম বর্ষা (১৮) নামের এক কলেজছাত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে। মারধরের ঘটনায় একটি ফেসবুক লাইভ ইতিমধ্যে ভাইরাল হয়েছে। তিনি ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী ও ফরিদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-সদস্য সচিব।
শুক্রবার (৩০ মে) বিকালে উপজেলার ভাবুকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার বাবু শেখের মেয়ে বলে জানা গেছে।
এদিকে মারধরের সঙ্গে জড়িতদের আটক করতে গেলে লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপরে হামলা করা হয়। এ নিয়ে এখনও ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বর্ষার পরিবারের অভিযোগ, তার ছোট বোনকে বিএনপির এক কর্মী সাগর হোসেন পছন্দ করে। তাকে বিরক্ত ও ইভটিজিং করায় নগরকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখান থেকে বাড়ি ফিরে আসার সময় পথে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে চুল ধরে টানে ও মারধর করে। তার বাবাকেও খুঁজে মারধর করার জন্য। সেখানে বর্ষা ফেসবুক লাইভে এসে তার হামলার কথা জানায় ও সেখান থেকে প্রশাসন তাদের উদ্ধার করে।
তবে, বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
নগরকান্দা থানার ওসি মোহাম্মদ সফর আলী বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারবো।
আপনার মতামত কমেন্ট করুন । সেয়ার করে ছড়িয়ে দিন। ফলো দিয়ে সাথে থাকুন।