ইউক্রেন যুদ্ধ নিয়ে ভ্লাদিমির পুতিনকে ‘পাগল’ বলায় সাবেক রুশ প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা কর্মকর্তা দিমিত্রি মেদভেদেভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’-এর হুমকি দিয়েছেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, মেদভেদেভের এই মন্তব্যকে যুক্তরাষ্ট্র ‘বেপরোয়া’ ও ‘অপ্রত্যাশিত’ বলে আখ্যা দিয়েছে। তবে উত্তেজনার মাঝেও দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
গতকাল বুধবার মস্কোয় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তা- এরিক জর্ডান ও জেরেমি ভেন্তুসো অংশ নেন, যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ ধরনের প্রথম ঘটনা।